Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ
  1. খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশ চতুর্থ, বিদেশে চাল রপ্তানি।
  2. সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশ তৃতীয়।
  3. খাটো জাতের নারিকেলের প্রবর্তন।
  4. দেশী ও তোষা পাটের জীবনরহস্য আবিস্কার এবং পাটসহ পঁচ শতাধিক ফসলের ÿতিকর ছত্রাকের জীবনরহস্য উন্মোচন।
  5. ফসলের প্রতিকূলতা সহিষ্ণু ও উচ্চফলনশীল নতুন জাত উদ্ভাবন ১৭৯ টি ।
  6. সেচ সুবিধা সম্প্রসারণ  ৯ লাখ ৮১ হাজার ১৯৮ হেক্টর।
  7. ৯ বছরে কৃষিতে ভর্তূকি প্রদান ৬০ হাজার ৮৬৫ কোটি টাকা।
  8. খামার যান্ত্রিকীকরণে ভর্তূকি প্রদান ১৬৩ কোটি ৪১ লাখ টাকা।
  9. কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রদান ২ কোটি ৫ লাখ ৪৪ হাজার ২০৮ জন।
  10. খুচরা সার বিক্রেতা নিয়োগ ৩৮ হাজার ৫৮৯ জন।
  11. ১০ টাকায় কৃষকের ব্যাংক একাউন্ট খোলা ৯১ লাখ ৯০ হাজার ৬৪ টি।
  12. ৪ দফা নন-ইউরিয়া সারের মূল্যহ্রাস করে (কেজিপ্রতি) টিএপি ২২ টাকা, এমওপি ১৫ টাকা, ডিএপি ১৬ টাকা মূল্য নির্ধারন।
  13. মাটি ও জলবায়ূ ভিত্তিতে ফসলের ক্রপ জোনিং ম্যাপ প্রণয়ন ১৭ টি।
  14. ডিজিটাল কৃষি তথা ই-কৃষির প্রবর্তন (৪৯৯ টি এআইসিসি, কৃষি কল সেন্টার, কৃষি কমিউনিটি রেডিও, সকল সংস্থার তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, ওয়েব অ্যাপিস্নকেশন ও সফটওয়্যা, ই-বুক, ইন্টারনেট সংযোগ ইত্যাদি)